Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে কাজী নজরুলের ১১৫ তম জন্মবার্ষিকী পালিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকী জাকজমকভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়মে কবিতা আবৃত্তি, নাটক, সংঙ্গীতানুষ্টান, নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সন্ধা ৭ টায় নাটক পুতুলের বিয়ে মঞ্চস্থ হয়। অভিনয় শিল্পিরা ছিলেন শ্রেষ্টা, তামান্না, নিহা, সুমাইয়া, প্রমা, পার্থ, মুক্তা, রিয়া। সাংস্কৃতিক অনুষ্টানে নজরুল সংগীত পরিবেশন করেন শামজুজ্জামান, শর্মিলী পাল, কাজল গোপ। রাত ১০ টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মোতাহির চৌধুরী, কামিনী সিং, বিদুৎ পাল, দেবেশ ভট্রাচার্য, চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো ঃ জামাল হোসেন লিটন, মিজানুর রহমান প্রমূখ।