Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন বাজারে আলুর তীব্র সংকট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও বাঙ্গালী জাতির একমাত্র নিত্য প্রয়োজনীয় তরকারি আলু। গত ১ সপ্তাহে আলু চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকার থেকে বলা হয়েছে প্রতি কেজি আলু ৩০ থেকে ৩৫ টাকা করে বিক্রি হবে। কিন্তু এ আদেশ মানছে না কেউ। গতকাল শনিবারও চৌধুরী বাজার, শায়েস্তানগর সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচামাল ব্যবসায়ীরা লুকিয়ে ৪৫-৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করছে। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত দামে আলু ক্রয় করছেন। আবার কোন কোন ব্যবসায়ীরা বলছেন, পাইকারী বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে আলু কিনে আনতে হয়। সে অনুযায়ী ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি করতে হয়। তাই তারা প্রশাসনের ভয়ে অনেকেই আলু বিক্রি করছেন না। এ কারণে বাজারে আলুর সংকট দেখা দিয়েছে।