Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে রাস্তায় ধান রোপন করে অভিনব প্রতিবাদ

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে অভিনব কায়দায় প্রতিবাদে নেমেছেন এলাকার জনগন। জানা যায়, আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা বানিয়াচংয়ের রোড ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও জন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীর। যে কারনে হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত-২০১৮-১৯ অর্থ বছরে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার রাস্তার রিপিয়ারিংয়ের কাজ পায় মেসার্স মর্তুজা হাসান ট্রেডার্স যার ঠিকাদার আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান। নিম্নমানের কাজ হওয়ার কারনে এলজিইডি কাজ বন্ধ করার নির্দেশ দেন। তখন ঠিকাদার উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ক্ষেপে গিয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী তানজির আহমেদকে অন্যত্র বদলী করান। বদলির বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় মাধ্যমে প্রকাশ হলে উর্দ্ধতন কর্তৃপক্ষ উপজেলা প্রকৌশলী তানজির আহমেদের বদলি প্রত্যাহার করে নেয়। তার কিছু দিন পর ঠিকাদার মর্তুজা হাসান রাস্তার কাজ করতে দেখা গেলে ও হঠাৎ করে বন্ধ করে দেন। কাজ বন্ধ থাকায় রাস্তার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। বিগত কয়েক মাস পূর্বে শিবপাশা বাজারের মধ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি পালানো হয়। কিস্তু দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় একটু বৃষ্টি হলে যানবাহনসহ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যারফলে এলাকার যুবক বৃদ্ধ জনতা মিলে গতকাল শনিবার বিকালে শিবপাশা বাজারে মেইন রাস্তায় ধান চারা রোপন করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ধান চাষ রোপনে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ তানজির আহমেদ জানান, বিগত জুন মাসে শিবপাশা রাস্তার কাজের মেয়াদ শেষ হয়। গত ২ দিন আগে ও আমি ঠিকাদার মর্তুজা হাসানকে কাজ করার তাগিদ দেই। তিনি তাতে বলেন, পাথরের দাম এখন বেশি থাকায় কাজ পরে করবেন। আমি কাজ শেষ করার জন্য কয়েকবার ঠিকাদারকে চিঠি দিয়েছি। আমরাও এ রাস্তায় চলাচল করতে পারছিনা। উপজেলা চেয়ারম্যান ও ঠিকাদার মর্তুজা হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ও তিনি ফোন ধরেননি।