Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১০জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২ পদে ১৫ সেপ্টেম্বর নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৪ পদের মধ্যে ১০জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। যুগ্ম সম্পাদক এর ১টি পদের বিপরীতে ২ জন এবং সদস্যের ১২টি পদের বিপরীতে ১৩ জন মনোনয়নয় পত্র দাখিল করায় এ দু’পদে ১জন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ১৫ সেপ্টেম্বর এ দু’পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪ বছর মেয়াদী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতির ৩টি পদে মর্তুজ আলী, আব্দুর রহমান ও জিয়াউল হাসান তরফদার মাহীন, সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুর রশিদ এমরান, কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, উপজেলা সদস্যের ২টি পদে হবিগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুশফিউল আলম আজাদ। সংরক্ষিত মহিলা সদস্যর ২টি পদে শওকত আরা চৌধুরী ও নুসরাত মুশফিক।
২টি যুগ্ম-সম্পাদক পদের বিপরিতে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ফরহাদ হোসেন কলির নেতৃত্বাধীন প্যানেল থেকে বর্তমান যুগ্ম-সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও বদরুল আলম এবং অপর প্রার্থী আহসানুল হক সুজা মনোনয়ন দাখিল করেন। সদসের ১২টি পদের বিপরীতে ১৩ মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ফরহাদ হোসেন কলির প্যানেল থেকে (১২জন) মনোনয়ন পত্র দাখিল কারীগণ হলেন, আব্দুল মোতালিব মমরাজ, এনামুল হক সেলিম, শংখ শুভ্র রায়, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, শফিকুজ্জামান হিরাজ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, আবুল কালাম, তাজ উদ্দিন, শাহেদ আহমেদ ও ইব্রাহিম খলিল সোহেল এবং অপর প্রার্থী মহিবুর রহমান টিপু মনোনয়ন পত্র জমা দেন।১শেষ পর্যন্ত এ দু’টি পদে ১জন করে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটের মাধ্যমে ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ওই ২৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লেখ্য, ক্রীড়া সংস্থার সভাপতি পদে পদাধিকার বলে জেলা প্রশাসক এবং সহ-সভাপতি পদে পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দায়িত্ব পালন করেন।