Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আলেম-উলামাদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুময়া বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউপি’র অন্তর্গত চান পাড়া গ্রামে মাওলানা আলী হায়দার এর সভাপতিত্বে দাঙ্গা, সন্ত্রাস,জঙ্গিবাদ, ধর্ষণ, নারী-নির্যাতন, মাদক ও জুয়া প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম বলেন, বানিয়াচং হচ্ছে ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম-উলামাদের এলাকা। এখানে আলেম-উলামাদের সমন্বয়ে একটি শান্তিপুর্ন পরিবেশ বিরাজ করছে। যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে এখানকার আলেম সমাজ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছেন, যা প্রশংসার দাবী রাখে। এরই ধারাবাহিকতায় প্রত্যেক শুক্রবারে পবিত্র জুম্মার নামাজের আগে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, গুজবসহ বিভিন্ন অপরাধ বিষয়ে মানুষকে সচেতন করতে আলেমগন অগ্রণী ভূমিকা রাখতে পারেন। আপনাদের কথাগুলো অতি সহজে মানুষগণ গ্রহন করবে। এসব বিষয়ে আপনাদের অংশ গ্রহন থাকলে, ইনশাল্লাহ সমাজ থেকে অনেক অপরাধ প্রবণতা কমে আসবে। বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, অতীতের ন্যায় বর্তমানেও আলেম-উলামাদের সাথে বানিয়াচং থানা প্রশাসনের একটি সোহার্দ্যপুর্ন সম্পর্ক রয়েছে। আমরা চাই আপনাদের সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলায় প্রত্যয় নিয়ে কাজ করি। আলেম-উলামাগণ সমাজের একটি সম্মানিতস্তর, সবাই আপনাদের শ্রদ্ধা করে। অপরাধ প্রবনতা কমাতে, আইন শৃংখলা রক্ষায় সম্মানিত আলেমগণ জুম্মার নামাজের পূর্বে এ সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার মাধ্যমে মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে থানা পুলিশের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুফতি কাজী আতাউর রহমান, মাওলানা গোলাম কাদির, হাজী ফরিদ উল্লাহ, মাওলানা বশির আহমেদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম প্রমুখ।