Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে রাষ্টু হত্যাকান্ডের নিরপেক্ষ ও সুষ্টু তদন্তে দাবি

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর গ্রামের গুনো মিয়ার ছেলে রাষ্ট্র মিয়া হত্যাকান্ডের নিরপেক্ষ ও সুষ্টু তদন্ত দাবি করে পুলিশ সিলেট রেঞ্জের ডি আই জি, হবিগঞ্জের পুলিশ সুপার ও মাধবপুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পূর্ব মাধবপুরের প্রবীন মুরুব্বী কিতাব আলী পাঠান লিখিত এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করেন, পূর্ব মাধবপুর গ্রামের গুনো মিয়ার ছেলে সন্ত্রাসী উজ্জ্বল মিয়া পাঠান তার ভাই, ভাতিজা ও অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে বাহিনী তৈরী করে পৌরসভার পূর্ব মাধবপুর, মুরাদপুর, হরিশ্যামা, সুন্দাদিল ও কুটানিয়া গ্রামের হাজার হাজার মানুষকে জিম্মি করে রাখে। এরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরী করে রেখেছে। তাদের বিরুদ্ধে অনেক মামলা ও থানায় জিডি থাকা সত্ত্বে থেমে নেই তাদের অপরাধ কর্মকান্ড। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। জীবন বাচাঁনোর তাগিদে এলাকার মানুষ প্রতিবাদী হয়ে উঠলে ১৪ অক্টোম্বর রাত প্রায় ৯টার দিকে প্রতিবন্ধি রাষ্ট্র মিয়াকে হত্যা করে ফজর আলীকে প্রধান করে ৪৬ জন এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অভিযোগে সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।