Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সামাজিক সংগঠন এইচ.ফর.এইচ এর আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে শ্রমজীবি মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনন্য নজির সৃষ্টির মাধ্যমে আত্মপ্রকাশ করল সামাজিক সংগঠন হ্যান্ড ফর হেল্প (এইচ.ফর.এইচ)। এ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার জেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল সহ সংগঠনের তরুণ সদস্যবৃন্দ। র‌্যালির অন্যতম আকর্ষণ ছিল শতাধিক প্রবীন রিক্সাচালককে যাত্রীর আসনে বসিয়ে সাদা গেঞ্জি পরিহিত এইচ ফর এইচ এর সদস্যরা চালকের আসনে বসে রিক্সা চালিয়ে নেয়া। র‌্যালির পূর্বে এমপি কেয়া চৌধুরী তার বক্তৃতায় হবিগঞ্জের তরুণদের দেশপ্রেম ও মানবতাবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন অনাগত ভবিষ্যতে এই তরুণেরাই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরে জেলা পরিষদ মিলনায়তনে এমপি কেয়া চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল সহ অতিথিবৃন্দ রিক্সাচালকদের হাতে খাবারের প্যাকেট ও অনুদান হিসেবে দেয়া নগদ অর্থ তুলে দেন। তরুণ শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এ টাকা সংগ্রহ করে। এর আগে সংগঠনের পক্ষে এস এম মাইনুল, আনোয়ার হাকিম তামিম, মুস্তাকিম বিল্লাহ, হাসিন শাহরিয়ার, তারেক হাসান সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট উপস্থাপনকালে উল্লেখ করেন মূলত পথশিশুদের কল্যাণে সমষ্টিগতভাবে কিছু একটা করার মানসিকতা থেকেই এইচ ফর এইচ এর জন্ম। এছাড়া ছাত্রসমাজকে সুশিক্ষায় শিক্ষিতকরণ, নৈতিক অবক্ষয় রোধ, পরিবার, সমাজ, দেশসহ পৃথিবীর সকল মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রতকরণ সহ মানবতার সেবায় তরুণরা যাতে সাহায্যের হাত প্রসারিত করে এজন্য তাদেরকে উজ্জীবিত করতে হ্যান্ড ফর হেল্প কাজ করে যাবে। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোঃ শিশু মিয়া। উল্লেখ্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা এ সংগঠনের সক্রিয় সদস্য।