Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং এর নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব এর তত্ত্বাবধানে উপজেলায় মোট ৬টি বিটে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই কমলাকান্ত মালাকার ও সহকার্রী এএসআই ইমাম হোসেন সমাবেশ পরিচালনা করেন। ২নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই মুকলিছুর রহমান ও সহকার্রী এএসআই তাফাজ্জল হোসেনের সমাবেশ পরিচালনায় আতাউর রহমান মাসুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব, কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর নোয়াব আলি, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মুরব্বি এরশাদ আলি ও সাংবাদিকবৃন্দ। ৩নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই সনজিত চন্দ্র নাথও সহকার্রী এএসআই জসিম উদিন সমাবেশ পরিচালনা করেন। ৪নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই মোঃ মফিজুল হক ও সহকার্রী এএসআই লিটন চন্দ্র পাল সমাবেশ পরিচালনা করেন। ৫নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই হামিদুর রহমান ও সহকার্রী এএসআই বিধান রায় সমাবেশ পরিচালনা করেন। ৬নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই কাউছার মাহমুদ তোরণ ও সহকার্রী এএসআই এবি সিদ্দিক সমাবেশ পরিচালনা করেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় দেব জানান, পুলিশের মহাপরিচালক আইজিপি মহোদয় এর নির্দেশে সারা দেশের ন্যায় আমরাও শায়েস্তাগঞ্জ থানার আওতায় মোট ৬টি বিটে একযোগে নারী ও ধর্ষণ ও নির্যাতন বিরোধী এই সমাবেশ পালন করেছি। আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতোকটি বিটে সফল ভাবে এই সমাবেশ পালন হয়েছে। তিনি আরো জানান নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের প্রত্যেকটি নির্দেশ বাস্তবায়নে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে। আসুন আমরা সবাই মিলে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সুশীল সমাজ গড়ি।