Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাম্মদের উপর হামলার ঘটনা নিয়ে ভিন্নমুখী বক্তব্য

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর (ফাদুল্লা) গ্রামে হাম্মদ মিয়ার (২৬) উপর হামলার ঘটনা নিয়ে ভিন্নমুখী বক্তব্য পাওয়া গেছে। গ্রামের একটি অংশের দাবী হামলার ঘটনার সাথে সুলেমান মিয়া জড়িত নয়। তাকে ফাসানোর চেষ্টা চালোনা হচ্ছে।
জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর (ফাদুল্লা) গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র হাম্মদ মিয়ার (২৬) উপর গত রবিবার রাতে দৌলতপুর কাপ্তান মেম্বারের বাড়ীর সামনে রাতে আধারে একদল দূর্বৃত্ত হামলা করে। হাম্মদ মিয়ার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন পৃথক পৃথক ভাবে গ্রামের মানুষদের ডেকে বিষয়টি অবহিত করেন। আলীম উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে হামলাকারী কয়েকজনের নাম উল্লেখ করেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়, ওই রাতে কে বা কারা হাম্মদ মিয়ার উপর হামলা করেছে। গ্রামের লোকজন হামলাকারীকে দেখেন নি বা কাউকে চিনতে পারেন নি। ঘটনার খবর শুনে তারা সেখানে গিয়ে তাদের গ্রামের কাউকে পাননি। এলাকার লোকজনের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে সুলেমান মিয়ার পরিবারের সাথে একই গ্রামের হাম্মদ মিয়ার পরিবারের লোকজনের বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। গ্রামবাসীর ধারণা তাদের মাঝে পূর্ব বিরোধের কারণেই সুলেমান মিয়ার নাম দিয়ে মিথ্যা অপ-প্রচার করা হচ্ছে। সুলেমান মিয়া গ্রামে একজন ভদ্রলোক প্রবাসী হিসাবে পরিচিত।
স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন, ঘটনার এক ঘন্টা পর লোক মাধ্যমে ফোনে খবর পেয়ে হাম্মদ মিয়ার বাড়িতে যাই। এ সময় হাম্মদ জানান, তার চোখে কাপড় বেধে হামলা করা হয়েছে। সুলেমান মিয়া এ ঘটনার সাথে জড়িত থাকবে বলে তিনি মনে করেন না। তবে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এলাকাবাসী বলেছেন, সুলেমান মিয়ার সাথে হাম্মদ মিয়ার পরিবারের লোকজনের বিরোধ চলে আসছে। তবে ওই দিনের ঘটনার সাথে সুলেমান মিয়া জড়িত নয়। এলাকার লোকজন এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।