Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নয়াপাড়ায় সায়হাম কটন মিলে অগ্নিকান্ডে ক্ষতি ৮০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় নয়াপাড়াস্থ সায়হাম কটন মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ হাজার বেল তুলে আগুনে বিনষ্ট হয়েছে। এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সায়হাম কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক জানান, কটন মিলের গুদামে ১৫ হাজার বেল তুলা মজুদ ছিল। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ওই গুদামে আগুন লাগে। সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল (৬টি) ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরিভাবে স্বাভাবিক হতে ২/৩দিন সময় লাগবে। তিনি বলেন, আগুনে মজুদ বেশীর ভাগ তুলা পুড়ে গেছে। বাকী গুলোও পানিতে নষ্ট হয়ে গেছে। ১৫ হাজার বেলা তুলার বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এছাড়া ভবনসহ অন্যান্য আরো প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হবে। সব মিলিয়ে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা হবে। তবে মিল কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানী সঠিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করবে।
সায়হাম কটন মিলের জেনারেল ম্যানেরজার এম এম রেজা বলেন, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিসের পরিচালক কোবাদ আলী জানান, ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি স্বাভাবিক হতে ২/৩দিন সময় লাগবে।
রাতে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান অগ্নিকান্ডস্থল পনিদর্শন করেন।