Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপুর্ণ জমি দখল করে নেয়ায় গরীর-নিরীহ এক ঠেলাগাড়ী চালক চোখে শষ্যফুল দেখছেন। প্রতিপক্ষকে মোকাবেলা করা কোন মতেই তার পক্ষে সম্ভব নয় বিধায় তিনি আবারো পুলিশের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে।
ঠেলাগাড়ী চালক মইন উল্লা জানান, তিনি তার পৈত্রিক সম্পত্তি ফেরৎ পেতে একই গ্রামের মৃত আঃ রেজাকের পুত্র আঃ জাহির ও আঃ বারিকের নামে আদালতে স্বত্ত মামলা দায়ের করেন। দরখাস্ত মামলা নং-৫৯৬/২০২০ এর সুত্র ধরে বিরোধ পুর্ণ জমির উপর স্থীতাবস্থা বজায় রাখার নিমিত্তে ১৪৪ ধারা জারি করেন আদালত। গত ৪ অক্টোবর চুনারুঘাট থানার দারোগা শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপুর্ণ জমিতে প্রবেশ না করার জন্য নির্দেশ জারি করেন। কিন্তু আঃ জাহির গংরা জমি দখলে নিয়ে বৃহস্পতিবার ভোরে হাল চাষ করেন। এ অবস্থায় ঠেলাগাড়ী চালক মইন উল্লাহ পুনরায় পুলিশের স্মরনাপন্ন হয়ে জমির স্থিতাবস্থায় বজায় রাখার আকুতি জানিয়েছেন। চুনারুঘাট থানার ওসি এম এ আশরাফ সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য দারোগা আজহারকে দায়িত্ব দিয়েছেন।