Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিরঞ্জন সাহা নীরু’র বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে বাহুবলের মীরপুরে মানববন্ধন ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মীরপুরে বিশাল মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়। স্থানীয় পাঁচগ্রামবাসীর উদ্যোগে গতকাল বিকেলে এ মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচগ্রাম নেতা আলহাজ্ব সামছুল হোসেন দরবেশ। বক্তব্য রাখেন, বিশিষ্ট শ্রমিক নেতা আসকার আলী, লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল উপজেলা পূজা উদযান পরিষদের সহ-সভাপতি খুকুমণি দেবনাথ, হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি নিহার দেব, পূজা পরিষদের সম্পাদক বিকাশ দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সোহেল আহমেদ কুটি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আব্দুল গণি মাস্টার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহিন মিয়া, মীরপুর বাজার কমিটির সহ-সভাপতি ডাঃ মীর মাহমুদুল হোসেন ইউসুফ, শ্রমিক নেতা নুরুল আমিন শাহজাহান, যুবলীগ নেতা ফারুক মিয়া, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, নব দিগন্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ রেজাউল করিম, ইউপি সদস্য ছাদেক মিয়া (অমৃত), খন্দকার রমিজ আলী, আফরোজ মিয়া, সাংবাদিক জাবেদ আলী, লক্ষ্মণ সুত্রধর, অমিরণ দেব, সাহেদ চৌধুরী, আব্দুস সাত্তার মেম্বার, দয়াময় দাস, নৃপেন্দ্র দেবনাথ, আওয়ামীলীগ নেতা মিনু মিয়া, সাংবাদিক জনাব আলী, তাজুল ইসলাম দুলাল, সাইদুল ইসলাম সানু, সত্যজিৎ সাহা, সুজক সাহা, নিখিল দেব, অজয় চক্রবর্তী, আব্দুস সালাম, শাহ আলম প্রমূখ। প্রতিবাদ সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নুরুল আমিন শাহজাহান, গীতা পাঠ করেন খুকুমনি দেবনাথ। সমাবেশ পরিচালনা করেন সঞ্জয় দেব।
সমাবেশে বক্তারা দৈনিক প্রতিদিনের বাণীতে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশের জন্য পত্রিকা সম্পাদক ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। অন্যথায় কঠোর কর্মসুচি গ্রহণ করতে বাধ্য হবেন এলাকাবাসী।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক প্রতিদিনের বাণীতে বাহুবলের সমাজ সেবক নিরঞ্জন সাহা নিরুর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে প্রতিদিনের বানীর বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করের নিরু। মামলা দায়েরের পর সম্পাদক শাবান মিয়ার বিরুদ্ধে সমনজারী করেছেন আদালত।