Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নিরাপদ পানি সংস্থানের জন্য ১৫০টি টিউবওয়েল স্থাপনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে নিরাপদ পানি সংস্থানের জন্য ১৫০টি টিউবওয়েল স্থাপনের কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুছা নগর গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুছার সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ পৌর আল ইসলাহ’র সাবেক সদস্য সচিব মাওলানা ইব্রাহিম ইউছুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিউবওয়েল স্থাপনের কাজ উদ্বোধন করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মাওঃ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আল ইসলাহ’র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী এম. হাসান আলী, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার ফোয়াদ আহমদ, প্রতিনিধি আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি এম.এ ছবুর, সাবেক সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক মাওঃ সাজ্জাদুর রহমান, নবীগঞ্জ নহরপুর শাহ জালাল (রহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ শফিকুর ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুর্শি ইউপি সদস্য শামছুল ইসলাম সুজন, আল-আমীন, শ্রীবাস পাল, মহিলা সদস্য নিলীমা আক্তার, নবীগঞ্জ উপজেলা তালামীয’র সাবেক সভাপতি আহমাদ আদিল আল-জাবেদ, বর্তমান সভাপতি শামছুল ইসলাম, সহ-সভাপতি জাহেদ হাসান জীবন, প্রচার সম্পাদক তালুকদার আবুল হায়াত রুহিন, নবীগঞ্জ সরকার কলেজ তালামীয’র সহ-সভাপতি আমীর খান, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মাহফুজ, উপজেলা তালামীয’র অফিস সম্পাদক আব্দুল বাছিত, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ-শিক্ষা সম্পাদক লুৎফুর রহমান, সদস্য তাজুল ইসলাম তপন, তালামীয নেতা মিজান, মোস্তাকিন, জাহান, শাহ জাহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওঃ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, ‘আমরা এই বছর প্রায় ২ হাজার টিউবওয়েল স্থাপনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় কুর্শি ইউনিয়নে নিরাপদ পানি সংস্থানের জন্য ১৫০টি টিউবওয়েল স্থাপিত করা হবে। ওই টিউবওয়েল গুলোর রক্ষণাবেক্ষন আপনারা নিজেরাই নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানবতার কল্যাণে ১৯৯৫ সালে থেকে পানি সংস্থানের জন্য টিউবওয়েল, গৃহ নির্মাণ, সেলাই মেশিন, চক্ষু শিবির, দোকান নির্মাণ ও কুরবানি প্রজেক্টসহ বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এর ধারাবাকিতা ইনশা আল্লাহ চলমান থাকবে।’