Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুজাতপুর ইউনিয়নের উন্নয়নে ৯৫ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ বাজেট ঘোষণা করেন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ৯৫ লাখ ৭৮ হাজার ৫শত ৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পূর্ব এক সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাহানারা বেগম, আছমা বেগম, দীপ্তি রাণী চৌধুরী, সদস্য মশিবুর রহমান সিকদার, মোঃ হেলাল মিয়া, এমরান চৌধুরী আজমান, শাহজাহান মিয়া, শাহিন মিয়া, ধরনি কান্ত দাস, রানু চৌধুরী, ফজলুর রহমান। ইউপি সচিব বাবুল রায়ের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মুনায়েম হোসেন চৌধুরী বক্তার, জাহাঙ্গির চৌধুরী, শুভ আহমেদ মজলিস, আমিরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা দেবেশ অধিকারী, অষ্টলাল দাস, মোঃ গাজী মিয়া, সাংবাদিক আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোঃ অলি মিয়া, সানু মিয়া, জারু মিয়া, শহিদ মিয়া, রাহিল চৌধুরী প্রমূখ। এ সময় বর্তমান ও সাবেক ইউ.পি সদস্য/সদস্যা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ বলেন, ইউনিয়নে ব্যাপক সংস্কার করে উন্নয়নে জনদাবীর বিষয়ে সংকীর্নতার উর্ধে থেকে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে ইউনিয়নের ধার্য্যকৃত কর প্রদানসহ সকল বিষয়ে সহযোগিতা দিয়ে ইউনিয়নের উন্নয়নে অংশিদার হওয়ার আহ্বান জানান।