Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর মাছুলিয়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু সেফটি ট্যাংকি থেকে উদ্ধার ॥ পরিবারের দাবী হত্যা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া গ্রামে শাহিন মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গ্রামের প্রবাসী নিখিল বিশ্বাসের নির্মানাধীন সেফটি ট্যাংকির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে। উদ্ধারের প্রায় ১ ঘন্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত শাহিন মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। তার মৃত্যুর ঘটনাটি হত্যা বলে দাবী করছে শাহিনের পরিবার। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিখিল বিশ্বাসের বড় ভাই অনিল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। তবে ঠিকাদার পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুলিয়া গ্রামের নিখিল বিশ্বাসের বিশ্বাসের একটি বাড়ি নির্মাণের জন্য ঠিকাদারীর দায়িত্ব নেন লুকড়া গ্রামের জুয়েল মিয়া। শাহিন মিয়া তার শ্রমিক হিসেবে কাজ করত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন শাহিনকে ট্যাংকির ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ খবর পেয়ে বেলা ১টার দিকে হবিগঞ্জ দমকল বাহিনীর একদল সদস্য শাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান- সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। এছাড়াও শাহীনের মৃত্যুর পেছনে অন্য কোন কারণও থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবেনা তিনি বলেন।