Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নকে সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাবার নামে হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় কক্ষ নির্মান করে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন প্রশসংষীত কাজের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ফয়জুল ইসলাম চৌধুরী নয়নকে উক্ত মাদ্রাসার জীবন সদস্য করে একটি সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করেন। উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে অবস্থিত ৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদ দ্বারা পরিচালিত হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সরকার বাড়ির কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন তার বাবা এম এ গফুর চৌধুরী কল্যণ ট্রাস্ট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্টেও মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি কক্ষ নির্মান করে দেন। গতকাল বৃহস্পতিবার বিকালে উক্ত মাদ্রাসা হলরুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ আবু সাঈদ, হামদ পাঠ করেন, আকল হোসেন, নাত পাঠ পারেন, তামিম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ ইউনাটেড ইউএসএ ইকন এর সাধারণ সম্পাদক ও ইউএস ডটকম এর নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি লেচু মিয়া, উক্ত মাদ্রাসার আব্দুল কুদ্দুস, সদস্য হাজী আব্দুল বাছিত, মাসুক মিয়া, নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, উক্ত মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান ও ফরিদ আহমদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত, লেবু সরকার, জাতীয় অন লাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, শ্রমিক নেতা আব্দুল হালিম হৃদয়, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সামাদ আহমদ প্রমূখ। পরে অনুষ্ঠানের সংবর্ধিত ব্যাক্তি ও প্রধান অতিথি ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।