Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইনজীবি সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে গতকাল ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিভিন্ন পদে চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে প্রার্থীরা বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকেই লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে সমর্থন চাইছেন। আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতির নতুন ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে এডভোকেট আবুল মনসুর চৌধুরী ও মঞ্জুর উদ্দিন চৌধুরী শাহিন, সহ-সভাপতি পদে প্রবাল কুমার মোদক, মাহবুব উল আলম শাহাজাহান, সাধারণ সম্পাদক পদে মোস্তফা মিয়া, শেখ ফরহাদ এলাহি সেতু ও সামছুল হক (১), যুগ্ম সম্পাদক পদে প্রথম শাখা মোঃ আনোয়ার হোসেন, মনমোহন দেবনাথ, যুগ্ম সম্পাদক ২য় শাখায় মোহাম্মদ আবুল ফজল (২), মোঃ আজিজুর রহমান-(১), লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আহমেদ ও মিজানুর রহমান-(২), ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক প্রতীম গোপ, মুজিবুর রহমান চৌধুরী, লেনিনউজ্জামান, জুনিয়র সদস্য পদে মোঃ আব্দুল্লাহ আল বাকের জনি, মোঃ আব্দুল মতিন, গউছ আলম খান, মোহাম্মদ আব্দুল কাইয়ূম-(৩), অমৃত চন্দ্র দাশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট গুলশান আরা, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ ফারুকুর রহমান (২), নির্মল ভট্টাচার্য রিংকু, মোঃ ইলিয়াছ মিয়া। প্রত্যাহার করেন, যুগ্ম সম্পাদক ২য় শাখার আসাদুজ্জামান চৌধুরী, মোঃ সেলিম আহমেদ, সালেহ উদ্দিন আহমেদ (৩) ও সৈয়দ আফজল আলী দুদু। মোট ভোটার ৫৮১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র আইজীবি মোঃ নুরুল আমিন।