Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ি সীমান্তের আতংক মাদক সম্রাট সুমন আটক

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সুমন অবশেষে চুনারুঘাট উপজেলার চানভাংঙ্গা এলাকা থেকে গ্রেফতার হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সুমন সাংমা (২৮) উপজেলার সাতছড়ি বাগানের (দাইড়াবাড়ির সীমান্তবর্তী এলাকা গাড়ো টিলার মৃত রবীন্দ্র সাংমার পুত্র। তাকে গ্রেফতার মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী চুনারুঘাট থানাধীন চানভাংঙ্গা গ্রামের বকুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায় :- গোপন সংবাদ সূত্রে খবর পাই যে বকুল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এরই প্রেক্ষিতে তারা অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের গাঁজাসহ সাতছড়ি বাগানের সীমান্তবর্তী এলাকার মাদক সম্রাট সুমন সাংমাকে হাতেনাতে আটক করে। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সুমন সাংমা দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ জেলার শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে মাদক নিয়ন্ত্রণ বাদি হয়ে বিরুদ্ধে মাদক আইনের মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর আমাদের অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদক মুক্ত করতে সর্ব সাধারণের সহযোগিতাও কামনা করেন।