Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ শায়খুল হাদীস ওয়াত তাফসির ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন। গতকাল বুধবার বিকাল ৪টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং মাদ্রাসাতুল হারামাইন এর প্রধান পরিচালক আল্লামা শায়খ মখলিছুর রহমান দা:বা:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং দারুল কোরআন টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস হাবিবুর রহমান, শিবপাশা মম্বাউল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল ইউসূফী, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শায়খ কামাল উদ্দিন আল হুসাইনি, হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ ও হাফেজ মাওলানা শাহনূর। বক্তাগণ বলেন, আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) ইসলামের এমন কোন শাখা নেই তিনি বিচরণ করেননি। তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ ও কিংবদন্তি। তিনি নির্মোহচিত্তে সারাজীবন বাতিলের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ সুহাইল আহমদ, হাফেজ মামুনুর রশিদ, হাফেজ জামাল আহমদ, হাফেজ আবিদ মিয়া, হাফেজ ইকবাল হোসাইন প্রমুখ।