Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মনতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনতলা বাজারে চালের দোকান ইসলাম ট্রেডার্সকে ৫০ কেজির প্রতি বস্তায় দেড়শ টাকা, অধিক মুনাফা অর্জনের দায় ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রির দায়ে প্রমোধ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, সুধা মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হাবিবা কসমেটিক্সকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হলে মনতলা বাজার এর অধিকাংশ ওষুধ ব্যবসায়ী ও মোদি মাল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে চলে যায়। এই অভিযানের ফলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোক জন সাধারন জনগনের বাহবা কুড়িয়েেছন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবনাথ সিনহা’র নেতৃত্বে ভেজাল বিরোধী এ অভিযানেকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযান শেষে দেবনাথ সিনহা হ্যান্ডমাইকে মনতলা বাজার ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালান।