Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচন স্থগিতের আবেদন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির নির্বাচনে তফশীলে অনিয়মের অভিযোগে আজ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের বরাবরে আবেদন করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের অনিয়মের মাধ্যমে তার স্ত্রীকে মহিলা অভিভাবক প্রতিনিধি করাকে কেন্দ্র কওে এ আবেদন করা হয়েছে। উক্ত নিাচনের কোন তফশীল পত্রিকায় প্রকাশ না করে এবং নোটিশ বোর্ডে কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপন ভাবে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের অনিয়মের আশ্রয় নিয়ে তার স্ত্রী চৌধুরী শামীমা রহমানকে সংরতি মহিলা প্রতিনিধি পদে নিয়োগ দেন। অভিযোগ করেছেন অপর সংরতি মহিলা প্রতিনিধি পদে প্রার্থী সিট ফরিদ পুর গ্রামের নুরেজা বেগম। তিনি অভিযোগে উল্লেখ করেছেন তিনি একজন প্রার্থী হিসাবে তিনি কিছুই জানেন না। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান তার ছাত্র আতিকুর রহমান ভর্তি সময় নিজেই অভিভাবক ছিলেন।ইদানিং অনিয়মের আশ্রয় নিয়ে তার স্ত্রী চৌধুরী শামীমা রহমান কে ভোটার করে গোপনে সংরতি মহিলা প্রতিনিধি পদে একমাত্র প্রার্থী দেখিয়ে নির্বাচিত করেছেন।নুরেজা বেগম একজন ভোটার আগ্রহী প্রার্থী হিসাবে কিছুই জানেন না। প্রধান শিক্ষক লুৎফুর রহমান তার স্ত্রী চৌধুরী শামীমা রহমানকে সংরক্ষিত মহিলা প্রতিনিধি করাতে তিনি পরবর্তী সময়ে স্কুলের কার্যক্রমে প্রভাব বিস্তার করে নানা অনিয় ম করার উদ্দেশ্য রয়েছে। অভিযোগকারী আরো বলেন উক্ত তফশীল বাতিল করে নতুন তফশিল অনুযায়ী নির্বাচন হলে তার মতো আরো অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। তাই উক্ত নির্বাচন স্থগিত করার জন্য তিনি আবেদন করেন। গোপনে প্রধান শিক লুৎফুর রহমান তার স্ত্রী চৌধুরী শামীমা রহমান কে সংরতি মহিলা প্রতিনিধি করা কে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মাঝে তীব্র ােভ বিরাজ করছে তাই আজ নির্বাচনে সংঘাতের আশংকা রয়েছে।