Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। জানা যায়, গত আইনশৃংখলা সভার সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনসহকারে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইউনিয়নের আউশকান্দি বাস স্ট্যান্ড, হীরাগঞ্জ বাজার, সৈয়দপুর বাজার, টোল স্টেশনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পাকা বাসা বাড়ি, আধাপাকা দোকানঘর, টং দোকানসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। যার মাধ্যমে পুরো জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানে সহযোগিতা করেন, হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, সরকারি সম্পত্তি দখল করে থাকার কোনো সুযোগ নেই, যে বা যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান বা স্থাপন করেছিলেন সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এই অভিযানের মাধ্যমে সরকারি জায়গা দখলমুক্ত হলো, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।