Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আহম্মদাবাদ ইউনিয়নে ১কোটি ৬১লাখ ৬৭ হাজার ৪’শ টাকার বাজেট ঘোষণা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরে ১কোটি ৬১লাখ ৬৭হাজার ৪শত টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইউপি কমপ্লেক্স মিলণায়তনে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী (সনজু)। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবির। বাজেটে শিক্ষা ও তথ্য প্রযুক্তি, বয়স্ক, বিধাব, প্রতিবন্ধী, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও স্যানেটেশন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব শিউলি চৌধুরী, আমুরোড হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দীন, দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী, আমুরোড বাজার কমিটির সভাপতি মুক্তিযুদ্ধা আঃ রহমান আজাদ, সেক্রেটারী মিজানুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, ইউ,পি সদস্য দুলাল ভূইয়া, ফজলুর রহমান আকল, সোহেল কালাম আজাদ চৌধুরী, আইয়ুব আলী, লিটন মিয়া, আজগর আলী মীর, সুদামা বর্মা, প্রকাশ খাড়িয়া, ববিতা কর্মকার, আয়েশা আক্তার, রওশনারা রুনা প্রমুখ। বাজেট ঘোষণার পর উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান সনজু চৌধুরী। এ সময় আলোচকরা বনগাঁও গ্রামে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন নির্বাহী কর্মকর্তা।