Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুফতি আলা উদ্দীন জিহাদীর মুক্তির দাবিতে আলা হযরত ইমাম আহমদ রেযা (রাহ.) ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফেইসবুকে আহমদ শফীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া মুফতি আলা উদ্দীন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১১ টার দিকে হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে আলা হযরত ইমাম আহমদ রেযা (রাহ.) ফাউন্ডেশন হবিগঞ্জ‘র ব্যবস্থাপনায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আলা হযরত ইমাম আহমদ রেযা (রাহ.) ফাউন্ডেশন হবিগঞ্জ‘র সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা গোলাম সরোয়ারে আলম মাওলানা, মাওলানা সোলাইমান খাঁন রাব্বানী, মুফতি আবু সাফওয়ান মুহাম¥দ আশরাফুল ওয়াদুদ, মাওলানা আজিজুল ইসলাম খাঁন, মুফতি আবু তাহির সিদ্দিকী, মাওলানা খাইরুদ্দীন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কাজী আব্দুল করিম, মাওলানা সাইফুল মস্তোফা, মাওলানা হাফেয শাহ আলম চৌধুরী শাকিল, মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা এম. এ কাদির, মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মুফতি মুজবুর রহমান, মাওলানা খলিল হাসান, মুফতি আবুল বাসার হানাফি, মাওলানা রুকন উদ্দীন আশ্রাফী, মাও. আবু ইউসুফ, মাও. আমিনুল ইসলাম, মাও. নূরুল হুদা, মাও. আব্দুস সাত্তার, মাও. কয়েস আলী ও মাও. নিজাম উদ্দীন প্রমূখ। মানববন্ধনের সমাপনী বক্তব্যে পরবর্তী মানববন্ধন কর্মসূচি আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোষণা করা হয় এবং আগামী ১০ অক্টোবর-২০২০ তারিখে পৌর-টাউন হলে অনুষ্ঠিতব্য আলা হযরত কনফারেন্সে যোগদানের আহবান করা হয়। শেষে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করায় হয়।