Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নিরাপদ মাতৃত্ব বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে মাতৃ মৃত্যুহার কমেছে। জেলায় ২০১৩ সালে (মে-২০১২-মে ২০১৩) মাতৃ মৃত্যুর সংখ্যা ছিল ১০৬ জন। ২০১৪ সালে (এপ্রিল-২০১৩ -মে-২০১৪) এ হার কমে দাড়িয়েছে ৮৯ জনে। মা-মনি এইচএসএস প্রকল্পের উদ্যোগে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়। নিরাপদ মাতৃত্ব দিবসের উপর সেভ দ্য চিলড্রেন এর মা-মনি এইচএসএস প্রকল্পের উদ্যোগে গত সোমবার হবিগঞ্জে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। মা-মনি হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন মা-মনি এইচএসএস প্রকল্পের সিনিয়র ম্যানেজার ডাঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারন সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, মা-মনি প্রকল্পের সিনিয়র ম্যানেজার ও মিডিয়া উপদেষ্টা মোঃ বেলাল উদ্দীন, এফআইভিডিবির প্রোগ্রাম ম্যানেজার নাজমা আক্তার। এ ছাড়া বক্তব্য রাখেন, ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দীন আহম্মেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রতিদিনের বানী সম্পাদক মোঃ সাবান মিয়া, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান প্রমূখ। কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও স্থানীয় পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালায় প্রসবজনিত মৃত্যুহার কমানো, জেলার প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গর্ভকালীন সময়ে মায়েদের সু চিকিৎস্যা নিশ্চিতকরণের বিষয়ে অবহিত করা হয়।