Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল ২৭মে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। আজ বুধবার বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন। বানিয়াচং উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনীর উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, সহকারী কমিশনার ভূমি বিএম মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টার মোঃ লিয়াকত আলী। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, প্রভাষক শহিদুল ইসলাম, ব্র্যাক ব্যাংক ম্যানেজার আলী আহসান ছিদ্দিকী মীরান, কৃষি অফিসার মোস্তাফা ইকবাল আজাদ, মেধাবিকাশ স্কুলের শিক্ষক ভানুচন্দ্র চন্দ, পল্লী বিদ্যুৎ ডিজিএম একে এম আজাদ, বিআরডিবি অফিসার ইকবাল হোসেন, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশির আহমদ, ৪নং বানিয়াচং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনছার আলী প্রমুখ। বানিয়াচং ডিজিটাল উদ্ভাবনী মেলায় উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে রয়েছে কৃষি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১৫টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্টল, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ও ব্র্যাক ব্যাংকের একটি স্টল রয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সৃজনশীল মেধায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।