Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত মানুষের মুখে হাসি ফুটানোর কাজ করে যেতে চাই-সৈয়দ মোঃ ফয়সল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত মাধবপুর-চুনারুঘাট উপজেলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দল মত নির্বিশেষে কাজ করে যেতে চাই। সকল ধর্মের মানুষ যাতে সুখে-শান্তিতে তাদের ধর্মীয় অনুষ্টান পালন করতে পারে সেজন্য সব সময় আমি ও আমার পরিবার কাজ করে যাচ্ছি বাকী জীবনটা যেন মানুষের কল্যানে কাজ করে যেতে পারি সেজন্য সকলে সহযোগিতা ও দোয়া চাই। তিনি বৃহস্পতিবার সকালে সায়হাম গ্রুপের সৌজন্যে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে হিন্দ্র সম্প্রদায়ের অসহায় ও গরীব ২ হাজার পরিবারের মধ্যে ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। উপজেলার সদরসহ ১১টি ইউনিয়নে এক যোগে এ ত্রান বিতরণ করা হয়েছে। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, হাবিবুর রহমান মানিক, কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, সায়হাম গ্রুপের কর্মকর্তা কায়সার আহম্মেদ, ফরাশউদ্দিন পিন্টু, হিন্দু সম্প্রদায়ের নেতা সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল, শিক্ষক প্রমোদ চন্দ্র মালাকার, ডাঃ কেশব লাল রায়, বিজয় ভট্রাচার্য্য, বিজয় বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রান পাওয়া নগেন্দ্র ঋষি বলেন ফয়সল সাহেব সরকারি কোন দায়িত্বে না থেকেও আমাদের পাশে সব সময়ই আছে। বিভিন্ন দূযোর্গে উনি আমাদের পাশে এসে দাঁড়ায়। সুরঞ্জন পাল বলেন হিন্দ্র সম্প্রদায়ের সবচেয়ে বড় দূর্গা পূজায় সবাই যেন ভালভাবে পালন করতে পারে সে জন্য অসহায়দের পাশে এসে তিনি দাড়িয়েছেন। আর্শিবাদ করি উনাকে সৃষ্টিকর্তা যেন ভাল রাখেন সব সময়।