Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে হবিগঞ্জ খোয়াইমুখ কিবরীয়া ব্রীজ সংলগ্ন খোয়াই নদীর উত্তর পাড়ে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। শহর শাখার সভাপতি মাওলানা মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সহ-সেক্রেটারী মাওলানা আশিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়াার আলী, জেলা সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আমিমুল এহসান মাছুম, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বীর আহমদ ইয়াকুত, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদ, নবীগঞ্জ থানা সভাপতি মাওলানা অলিউর রহমান, সেক্রেটারী হাফেজ নাজমুল হুদা, বানিয়াচং থানা সেক্রেটারী হাফেজ আব্দুল ওয়াহিদ লস্কর, চুনারুঘাট থানা সেক্রেটারী এইচ এম শাহিনুল ইলাম, হবিগঞ্জ সদর থানা সভাপতি মাওলানা কারী লুৎফুর রহমান, হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা আরমান হোসাইন, জেলা নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান শাহীন, ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু তাহের, সেক্রেটারী তানজিল বিন হাবিবী, বাহুবল থানা প্রতিনিধি মাওলানা আতাউর রহমান দুলাল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতা কাজী ফাবাশ্বীর আহমদ, সাবেক জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান জালাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সুইডেনে পবিত্র কুরআন মজিদেও অবমাননার জন্য তীব্র নিন্দা জানান, হিজবুত তাওহীদ নামক জঙ্গী সংগঠনের নিষিদ্ধের দাবী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষনার দাবী জানান এবং পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমল্যের নিয়ন্ত্রনের দাবী তুলে ধরেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।