Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ টাকা কেজির পেঁয়াজ নেমে এল ৪৫ টাকায়! অবৈধ মুনাফালোভী ব্যবসায়ীদের অর্থদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সংবাদে দেশের পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের দাম হঠাৎ করে বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। পেঁয়াজ নিয়ে রীতিমত হুলুস্তুল কান্ড ঘটে বানিয়াচংয়ের বাজারগুলোতে। যে যেভাবে পারছে সেইভাবে দাম বাড়িয়ে বিক্রি করেছে পেঁয়াজ। এ বিষয়টি নজরে আসে স্থানীয় উপজেলা প্রশাসনের। এরই প্রেক্ষিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে বানিয়াচং উপজেলার বড় বাজারে পিঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করায় (প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা) অবৈধ মুনাফালোভী ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। তন্মধ্যে ব্যবসায়ী আমির হোসেন ১০ হাজার, আওলাদ মিয়া ১০ হাজার এবং মহিবুর মিয়াকে ৫ হাজার করে মোট ২৫ (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পন্য বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। ভবিষ্যতে অধিক মোনাফা লাভের আশায় যে সকল ব্যবসায়ী পেঁয়াজসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান ইউএনও মাসুদ রানা।