Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের বিভিন্ন বাজারে পেঁয়াজ ৯০ টাকা কেজি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সংবাদে দেশের পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের দাম বেড়েছে। গতকাল বানিয়াচঙ্গ সদরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে দেশি পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা ভারতের পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। ১ দিন আগে দেশী পিয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা এবং ভারতের পেয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। একজন বয়োবৃদ্ধ ক্রেতা রাশিদুর রহমান আক্ষেপ করে বলেন, ভারত থেকে পিয়াজ রপ্তানি বন্ধ হওয়ার সুযোগকে কাজে লাগছে চায় এক শ্রেনির অসাধু ব্যবসায়ীর। তারা সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারী কামনা করেছেন তিনি। এদিকে অনেক ব্যবসায়ী অতি মুনাফার আশায় দোকানের বেশী অংশ পেয়াজ অন্যত্র সরিয়ে রেখেছেন মর্মে খবর পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোনো ব্যবসায়ী যদি অনৈতিকভাবে দাম বাড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে বানিয়াচঙ্গের বিভিন্ন বাজারগুলোতে গোপনীয়ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি জানান।