Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে হাওরে পুকুরে বিষ ঢেলে ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গের সৈদ্যারটুলা গ্রামের ফারুক মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে বানিয়াচঙ্গের গঙ্গাজল হাওরে। জানা যায়, গঙ্গাজল হাওরে বেশ কয়েকটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন সৈদ্যারটুলা গ্রামের ফারুক মিয়া। গতকাল সোমবার সকালে লোক মারফত জানতে পারেন তার পুকুরে মাছ মরে ভেসে উঠছে। তাৎক্ষনিক ফারুক মিয়া ও আশিক মিয়া পুকুরে চলে যান। সেখানে গিয়ে পুকুরের মাছ মরার দৃশ্য দেখেন। নিজেদের লালিত মাছ গুলো চোখে সামনে মরে ভেসে উঠছে, এ দৃশ্য দেখে নিজেদের চোখের পানি আটকে রাখতে পারেননি তারা। ফারুক মিয়া বিষয়টি তাৎক্ষনিক উপজেলা মৎস্য বিভাগকে অবহিত করেছেন। এ বিষয়ে কথা হয় পুকুরের দায়িত্বে থাকা আশিক মিয়ার সাথে। তিনি এ প্রতিনিধিকে জানান, ঘটনার ১দিন আগে পার্শ^বর্তী মজলিশপুর গ্রামের ফজলু মিয়াগংদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। এসময় ফজলু মিয়া আমাকে দেখে নেয়ার হুমকি দেন, এমনকি এর খেসারত দিতে হবে কঠিনভাবে এই বলে আমাদের সৈদ্যারটুলার সর্দারদেরকেও আমাকে দেখে নেয়ার বিষয়টি জানিয়ে দেয় ফজলুগংরা। তাদের ধারণা ফজলু ও তার লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে পুকুরের লীজদাতা ফারুক মিয়ার সাথে কথা হলে তিনি জানান, আর কিছুদিনের মধ্যেই এ মাছগুলো বিক্রি করার কথা ছিল, ২১ একর বিশিষ্ট পুকুরটিতে প্রায় ২০লক্ষাধিক টাকার মাছ চাষাবাদ করা হয়েছিল। বিষ নিধনের ফলে তার পুকুরে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।