Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদের গাছ কাটার মামলায় কোর্টে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন জমি থেকে গাছ কাটার অভিযোগে মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা পরিষদের সার্ভেয়ার ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের ১৪ মে হবিগঞ্জ সদর উপজেলার ধুরিয়াখাল-মিরপুর সড়কের সুঘর সাকিনস্থ সায়হান ব্রিকস ফিল্ড’র নিকটে জেলা পরিষদের মালিকানাধীন জমি থেকে ১ লাখ টাকা মূল্যের দুইটি বড় শিশু গাছ, একটি ইউকিপটাস, একটি মেহগনি ও খেজুর গাছসহ বিনা অনুমতিতে চুরি করে নিয়ে যাওয়া হয়।
পরে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সুঘর গ্রামের চাঁন মিয়ার ছেলে লস্করপুর ইউনিয়ন পরিষদেও ৭নং ওয়ার্ড মেম্বার আলী আজগর ও তার ছেলে মোঃ সাজিদ মিয়াকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেন। পুলিশ মামলাটি তদন্ত করে ৩১ জুলাই দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। মেম্বার আলী আজগর জানান, তিনি গাছ কাটেননি। গাছ কেটেছে পল্লী বিদ্যুতের অফিসের লোকজন। আমি ও আমার কোর্টে হাজির হয়ে জামিনে রয়েছি।