Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পৌর এলাকায় চলছে ভোটার তালিকা হালনাগাদ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরসভায় নতুন ভোটারদের ছবি তোলাসহ নির্বাচন অফিসের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশনার রাজু আহমেদ। মেয়র ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল ও ত্র“টিমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। হবিগঞ্জ সদর উপজেলায় চলতি মাসের ১৫ তারিখ হতে ২৮ তারিখ পর্যন্ত ভোটারযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভূক্তকরণের জন্য তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহের কাজ চলবে। ২০১৫ সালের ১ জানুয়ারী পর্যন্ত যে সকল ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ন হবে বা বেশী হবে তারা ভোটার হবার যোগ্য হবেন। এ হিসেব অনুযায়ী যাদের জন্ম ১৯৯৭ সালের ১লা জানুয়ারী বা তার পূর্বে শুধুমাত্র তারাই ভোটার তালিকাভুক্তির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। তথ্য সংগ্রহকারীরা ইতিমধ্যে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এ কার্যক্রমে এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তরিত হবে পারবে। কোন ভোটার একই সাথে দুই এলাকায় ভোটার হতে পারবে না। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে নির্বাচন অফিস। গতকাল হবিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ছবি তোলার কাজ পরিচালিত হয়েছে পৌরভবনে। ২ ও ৪ নং ওয়ার্ডে ছবি তোলা হবে ২৭ মে, ৩ নং ওয়ার্ডে ২৮ মে, ৫ ও ৭ নং ওয়ার্ডে ২৯ মে, ৬ নং ওয়ার্ডে ৩০ মে, ৮ নং ওয়ার্ডে ৩১ মে এবং ৯ নং ওয়ার্ডে ১লা জুন।