Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক ॥ হকারদের মনে স্বস্তি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ মহামাড়ি করোনার ভাইরাসের দীর্ঘদিন পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আগামীকাল থেকে মেল ট্রেন চালু করা হবে। নাগরিক দুর্দশা লাঘব, অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক করতে ও পণ্য পরিবহনের মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বৃদ্ধির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করতেই এমন পরিকল্পনা নিয়েছে সরকার। শায়েস্তাগঞ্জের রেল স্টেশনে যাত্রী ও হকারদের নিয়ে মুখরিত হয়ে উঠেছে স্টেশন। আবার শুনা যাচ্ছে ঝালমুড়ি, চানাচুর, বাদাম, আমড়া, পানি, চিপস বিক্রির হকারদের ধ্বনি। ঝালমুড়ি বিক্রেতা শফিক মিয়া বলেন, আল্লাহর রহমতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে তাই এখন আবার ঝালমুড়ি নিয়ে বসেছি। তবে এতদিন ব্যবসা বন্ধ থাকার কারনে বউ বাচ্চাদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি। ৪০% টিকেটের ২০% টিকিট স্টেশনের কাউন্টারে ও ২০% অনলাইন সিস্টেমে বিক্রি করা হচ্ছে। তবে বর্তমানে স্ট্রেডিং টিকেট বিক্রি বন্ধ আছে। বেশ কিছু যাত্রীর অনলাইনে টিকেট কাটার অভিজ্ঞতা না থাকায় এসব টিকেট বেশি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসসায়ী। রেলওয়ে ক্রমান্বয়েই কয়েক ধাপে আগের মতোই সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। জানা গেছে, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৫ সেপ্টেম্বর থেকে আরও নতুন ১৯ জোড়া আন্তনগর, মেল ও লোকাল ট্রেন চালু করছে রেল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রকোপের কারণে সরকার গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এ সময় শর্তসাপেক্ষে তথা নাগরিকদের পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে কয়েকটি মালবাহী ট্রেন চলাচল করত। কিন্তু যাত্রীবাহী ট্রেন বন্ধ হওয়ার ৬৭ দিন পর পুনরায় সীমিত আকারে ট্রেন চলাচল চালু করে রেল কর্তৃপক্ষ। স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বলেন যাত্রীদের মাস্ক পরার জন্য বার বার মাইকিং করা হচ্ছে। তবে অনেকে মানছে অনেকে মানছে না। আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমাদের কার্যক্রম পরিচালনা করছি। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চা, কফি, বোতলজাত পানি, চিপস-বিস্কুটসহ প্যাকেটজাত খাবার সরবরাহ করা হচ্ছে।