Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বজনদের কাদিঁয়ে না ফেরার দেশে কোরআনের পাখি আতহার উদ্দিন জানাযায় মানুষের ঢল ॥ শোকের ছায়া

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ স্বজনদের কাদিঁয়ে না ফেরার দেশে চলে গেল কোরআনের পাখি আতহার উদ্দিন। বানিয়াচংয়ে অশ্রুসিক্ত নয়নের মধ্যে দিয়ে মাদ্রাসা ছাত্র আতহার উদ্দিন বিলাল (১০) এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর স্থানীয় বড় বাজার জামেয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে হাজার-হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন, মোফাচ্ছিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও শহীদ আতহার উদ্দিন বিলালের মামা হাফেজ মাওলানা বশীর আহমদ। সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা:বা: বলেন, আতহার আলী বিলাল একজন শহীদ। তাঁর মাতা-পিতা শহীদের মাতা-পিতা, তাঁর স্বজনরা শহীদের স্বজন, তাঁর সহপাঠিরা শহীদের সহপাঠি। মহান আল্লাহ তাঁর মাতা-পিতাসহ স্বজনদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় গোটা বানিয়াচংবাসী শোকে মুহ্যমান। তাঁর মাতা-পিতা যেন এ শোক সহ্য করতে পারেন এবং এর উসিলায় দুনিয়া-আখিরাতে প্রতিদান দান করেন। জানাযার নামাজে আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী এবং প্রশাসনের কর্মকর্তাগণসহ হাজার-হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন শহীদ বিলালের বড় ভাই হাফেজ মাওলানা মোজাহিদ আহমদ। উল্লেখ্য, রোববার (৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় মসজিদের ২য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় জামেয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আতহার উদ্দিন বিলাল। সোমবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত বিলাল উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে আতহার উদ্দিন বিলাল ছিল সর্ব কনিষ্ঠ।
এদিকে হিফজ বিভাগের ছাত্র আতহার উদ্দিন বিলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, রোটারী ইন্টার ন্যাশনাল ডিস্ট্রিক গভর্নর স্পেশাল এইড, হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি কাজী আতাউর রহমান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম ও তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু।