Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাঙ্গরে জেসমিনের আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গরে জেসমিনের আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ জেসমিন আক্তার (২২) পরকীয়ার কারণে এ আত্মহত্যার পথ বেচে নিয়েছে। এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। এদিকে জেসমিনের স্বামীর ঘর কে বা কারা তালাবদ্ধ করে রেখেছে। সরজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ঐ গ্রামের মৃত বাবর আলীর পুত্র জুনু মিয়ার সাথে এক বছর আগে বিয়ে হয় একই গ্রামের আছকির মিয়ার কন্যা জেসমিন আক্তারের। বিয়ের পর তাদের দাম্পত্ত্য জীবন সুখ শান্তিতেই কাটছিল। এরমধ্যেই একই গ্রামের আক্রাম আলীর পুত্র রায়হান মিয়া (২২) এর সাথে জেসমিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে আত্মহত্যার ১৫ দিন আগে জেসমিন তার পিত্রালয়ে চলে যায়। এনিয়ে এলাকায় শালিস হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুর রউফ, সর্দার দিলাল মিয়া, দরছ আলী, মাসুক মিয়া, আক্তার মিয়াসহ বেশ কয়েকজন। শালিসে সিদ্ধান্ত মতে জেসমিনকে বুঝিয়ে বাজিয়ে তার স্বামীর বাড়িতে দেয়া হয়। গত মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় জেসমিন সকলের অগোচরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে সুজাতপুর ফাঁড়ির এসআই ওমর ফারুক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত্র শেষে ঐদিন বিকালে জেসমিনের দাফন গ্রামের বাড়িতে সম্পন্ন হয়। এ ঘটনায় বানিয়াচঙ্গ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সুষ্পষ্ট হবে।