Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অপরিকল্পিত ড্রেন ব্যবস্থাপনায় পৌর শহরের রাস্তা পানির নীচে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার ফলে শহরের কয়েকটি গুরুত্বপুর্ণ রাস্তা পানির তলে। এতে ওই এলাকার লোকজন ও শিক্ষার্থীরা চলাচলে মারাত্বক বিঘ্নিত হচ্ছে। এছাড়া ওসমানী রোডস্থ উস্তার উল্লা অটো রাইস মিলের মাঠে জলাবদ্ধতা থাকায় রাইস মিলের উৎপাদনও বিঘ্নিত হচ্ছে বলে মিল মালিক জানিয়েছেন। জানা যায়, গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারনে শহরের অভয়নগর রাস্তা, শিবপাশা এলাকার একটি রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে যায়। অভয়নগর রাস্তা সংলগ্ন একটি স্কুল ও অটো রাইস মিল রয়েছে। ওই এলাকার মানুষ চলাচলে মারাত্বক অসুবিধার সম্মুখিন হয়েছেন। ওই এলাকায় নির্মিত বড় ড্রেন বন্ধ। ছোট অপর ড্রেনে পর্যন্ত পরিমানে পানি না যাওয়ার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে একাধিকবার মেয়রকে বলা হলেও তিনি গুরুত্ব দিচ্ছেন না।