Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর ছাত্রলীগের শোকসভায় এমপি আবু জাহির শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলকে কাজ করার আহবান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাঙালি জাতিকে পিছিয়ে ফেলার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। কিন্তু কুচক্রী মহলের স্বপ্ন সফল হয়নি। জাতির পিতার আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাবাহিকতায় হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেডিক্যাল কলেজের পর শীঘ্রই হতে যাচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে হবিগঞ্জ পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আগামী ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ অধিবেশনে উঠতে যাচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন। এ আইনটি পাশ হলেই শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পর হবিগঞ্জবাসী পাবে আরো একটি বড় উপহার। এ সময় শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিজন দাসের পরিচালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সাভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ ও ডা. ইশতিয়াক রাজ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন কুমার ভট্টাচার্য্য, ইমরান হোসেন সোহাগ, ফরহাদ ওয়াহেদ, মেহের সাগর, মিজানুর রহমান আরিফ, শুভ ইসলাম, শেখ রাসেল, ইষতিয়াক, শেখ সোহাগ, ফখরুল আমিন চৌধুরী, সাইফুর রহমান সেতু, মহিউদ্দিন আহমেদ সানি, আশিকুজ্জামান তানভির, হামিদুর রহমান তানিম, শাহরিয়ার সাদমান, সৌরভ আহমেদ, জহিরুল ইসলাম রুমন, আশরাফুল ইসলাম, রাম জয় সরকার, খান মোহাম্মদ সাগর, সদস্য আশরাফুল আলম শুভ, হৃদয় আহমেদ, অসিত দাশ, তাবিদুর রহমান, পিয়াস চৌধুরী, জুয়ন্ত, পল্লব, কল্লোল, অপূর্ব, গোলাম আহমেদ, মহিবুর রহমান জীবন, ছাত্রলীগ নেতা দেব সুবীর, মেহেদি, শান্ত, জুবায়ের, সাইফুর, আবীর, রমিন, অনিক, আলমগীর, রাহি, ইয়াছিন আলী, পিয়াস আনসারী, মোঃ রিপু, রুপম, জয় রুদ্র, রনদ্বিপ, তানভীর, ফরহাদ জয়, তুহিন, ইমরান, উদয়, দুলাল, রাজ, কৌশিক, ফরহাদ, ইমন, লিমন প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।