Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সকল ধর্মের মানুষের পাশে থাকব ইনশাল্লাহ-সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ অব ইন্টাঃ লিঃ এর চেয়ারম্যান, সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মানবতার সেবায় সব সময়ই দল-মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। যে কোন দূর্যোগের সময় অতীতের ন্যায় বর্তমানেও মাধবপুরের মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এ ধারা যেন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি। তিনি সোমবার সকালে সায়হাম গ্রুপের সৌজন্যে উপজেলায় গরীব ও অসহায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ত্রান বিতরণ কার্যক্রমের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, হিন্দ্র সম্প্রদায়ের মধ্যে সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল, সাবেক শিক্ষক প্রমোদ চন্দ্র মালাকার, হিমাংশু দেব, দিলীপ রায়, রাজ কুমার সরকার, পরিতোষ রায়, কমল সরকার, সন্তোষ সরকার, শ্যামল দেব, প্রেসক্লাবের সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য্য, নগেন্দ্র ঋষী প্রমূখ। হিন্দু সম্প্রদায়ের ২ হাজার পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হবে। সম্প্রতি মাধধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৫ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ঈফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রস্তুতি সভায় নোয়াপাড়া ইপি চেয়ারম্যান এস.এম জাবেদ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, বুল্লা ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, শাহজাহানপুরের সাবেক চেয়ারম্যমান পারভেজ চৌধুরী, চৌমুহনীর সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর খুরশেদ আলম, হাজী অলিউল্লাহ, আরজু মিয়া মেম্বার, কাউন্সিলর আবুল বাশার, সুমন চৌধুরী, হাজী গোলাপ খাঁন, রিপন মিয়া, হাবিবুর রহমান মানিক, মোস্তফা কামাল বাবুলসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।