Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কাজী নজরুলের জন্ম বার্ষিকীতে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্সের গণকেন্দ্র পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন অধ্যক্ষ সাফিউজ্জামান খান, প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, হাবিবুর রহমান, আবু ইউসুফ, আবুল ফজল, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, আনছার আলী, কামরুল হাসান কাজল, শিব্বির আহমেদ, অজিত সরকার, বুলবুল ধর প্রমুখ। বক্তাগণ বলেন, কাজী নজরুল বিদ্রোহী কবিতা লিখে চক্ষুশুল হন বৃটিশ সরকারের। তিনি ছিলেন প্রেমের কবি, সাম্য ও মানবতার কবি। তিনি সব ধর্মের গান, কবিতা, ছড়া ও গজল গেয়ে মানবতার পরিচয় দিয়েছেন। তিনি লিখনী দিয়ে শাসকদের বিরুদ্ধে নির্যাতিত ও শোষিত মানুষকে জাগ্রত করেছিলেন। বক্তারা কাজী নজরুলের জীবন দর্শন অনুকরণের আহ্বান জানান।