Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ইদুঁর নিধন অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আমন জমিনের হাওরে ইদুরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ইদুর নির্মূল করার জন্য হাওরের বিভিন্ন সড়কে ৫শ ফাঁদ স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বানিয়াচং-নবীগঞ্জ এমএ রব বীরউত্তম সড়কে রাস্তা বাচাঁও, কৃষক বাচাঁও শ্লোগানে ইদুর নির্মূল কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, এরশাদ আলী প্রমুখ। এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, ইদুর আমাদের সম্পদ নষ্ট করে। ফসলের শত্রু ইদুরকে নির্মূল করে আমাদের সম্পদকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, রাস্তা ও ফসল রক্ষার্থে ১ সপ্তাহ ব্যাপী ইদুঁর নিধন অভিযান চলমান থাকবে।