Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্থানীয় সরকার গতিশীল ও কার্যকর করতে জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্যদের আইন প্রনয়ন করাই সাংবিধানিক দায়িত্ব। কিন্তু স্থানীয় সরকার প্রতিনিধিদের কার্যক্রমও এমপিরা পালন করায় স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো অকার্যকর। ফলে স্থানীয় সরকার রাবার স্ট্যাম্প পরিষদে রূপান্তরিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার গতিশীল ও কার্যকর করণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ তোফায়ের আহমেদ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের কাজ সংশ্লিস্ট জনপ্রতিনিধিকে পালন করতে দেয়া হলে জাতীয় উন্নতি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বাংলাদেশ ইউপি ফোরাম সভাপতি আলী আহমেদ খান ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান বেগম শামছুন্নাহার। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন রাণীগাঁও ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, গীতা পাঠ করেন বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। জেলা পরিষদের হিসাবরক্ষক রঞ্জন দেবের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন, মিয়া মোঃ ইলিয়াস, শাহ মাহবুবুর রহমান, সৈয়দ লিয়াকত হাসান, মোঃ ইজাজুর রহমান, মোঃ মোত্তাছির মিয়া, আলহাজ্ব আতিকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ তফছির মিয়া, মোঃ আবুল কাশেম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, খায়রুল হোসাইন মনু, মাওলানা তাজুল ইসলাম, মোঃ শহীদ মিয়া, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আমজাদ আলী, শেখ মুক্তার হোসেন বেনু, হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, এডভোকেট মোঃ জাবেদ আলী, নজরুল ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী টেনু, মেহের আলী মহালদার, হুমায়ূন কবির, হাজী মোঃ মুজিবুর রহমান, নূরুল ইসলাম, জালাল উদ্দিন খন্দকার, খোয়াজ আলী, এহিয়া চৌধুরী, রফিকুল ইসলাম পাশা প্রমুখ।