Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বন্যায় ভেসে গেছে মাধবপুরের কৃষকের ফসল ॥ পুকুরের মাছ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বন্যার পানিতে ভেসে গেছে কৃষকের জমির ফসল, পাড় ভেঙ্গে বেরিয়ে গেছে চাষীদেও মাছ। পাহাড়ী ঢল ও বন্যায় মৎস্যচাষী ও কৃষককূলের মাথায় হাত পড়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে জগদীশপুর, ছাতিয়াইন, বুল্লা, বাঘাসুরাতে মৎস্য খাতে বিরাট ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় ১৮ জন চাষীদের প্রায় ৩.২৪ হেক্টর মাছ চাষাবাদের পুকুর তলিয়ে যায়। ওই পুকুরগুলোতে ৪ হাজার ৬শ ৭৫ মেট্রিক টন মাছ ছিল যা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষের অবকাঠামোর। ক্ষয়ক্ষতি পরিমান অনুমান করা হয়েছে ৭ লক্ষাধিক টাকা। অপরদিকে বন্যায় কৃষিখাতে আউশ রোপা আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে অনেক। ধর্মঘর, চৌমুহনী, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নয়াপাড়া, ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়নের প্রায় সব এলাকার ফসলের ক্ষতির হয়েছে। ১৬০ হেক্টর জমি নিমজ্জিত হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জগদীশপুর ইউনিয়নে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫১০ হেক্টর আউশ, ৩৪ হেক্টর রোপা আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে ১শ ৩ হেক্টরসহ মোট ৬৪৭ হেক্টর ফলস ক্ষতি হয়েছে। মৎস্য চাষী জগদীশপুর ইউনিয়নের আলমগীর মিয়া জানান, তার ৩শ ২৫ শতাংশের ৪টি পুকুরের মধ্যে ১৪০ শতকের ২টি পুকুরের পাড় ভেঙ্গে বন্যার পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে। এতে বিরাট ক্ষতিতে পতিত হয়েছেন। বাবুল মিয়া, বাদল মিয়াসহ বেশ কয়েকজন কৃষক জানান তাদের রোপা আমনের বীজতলা তলিয়ে গিয়ে স্বপ্ন ভেসে গেছে। এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান- মৎস্যচাষীদের খোজ খবর নিয়ে ক্ষতির পরিমান উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।