Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের কোর্ট স্টেশন এলাকায় অমিত ভট্টাচার্য্যরে ঝুঁকিপূর্ণ ভবন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় ৩ তলা ভবনের অনুমোদন নিয়ে ৪ তলা করার অভিযোগ উঠেছে লাখাই উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার অমিত ভট্টাচার্য্যরে বিরুদ্ধে। শুধু তাই নয়, তার এই অপরিকল্পিত ভবনের কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রতিবেশি ও এলাকাবাসী। বিষয়টি নিয়ে তারা হবিগঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়-অমিত ভট্টাচার্য্য হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় দেড় শতক জায়গা ক্রয় করে ৩ তলা ভবন নির্মাণ করার জন্য হবিগঞ্জ পৌরসভা থেকে অনুমোদন নেন। কিন্তু তিনি ৩ তলার জায়গায় ৪ তলা ভবন নির্মাণ করছেন। নির্মানাধীন ভবনের দুই পাশে পৌরসভার বড় দুটি খাল থাকায় এবং ভবনের গুড়ায় মাটি না থাকায় এবং ফাউন্ডেশন অনুযায়ি ভবনের উচ্চতা অধিক হওয়ায় ভবনটি অধিক ঝুকিপূর্ণ ও বিপদজনক হয়ে দাড়িয়েছে। যার কারণে প্রতিবেশি ও এলাকাবাসী ভবনটি নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোন সময় ভবনটি হেলে পড়ার আশঙ্কা করছেন তারা। এদিকে, এলাকাবাসীর দাবি- ভবন নির্মাণ বা মাটি ভরাটের পূর্বে ওই স্থানটিতে সরকারি খাল ছিল। যার কারণে নির্মাণাধিন ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিয়ে প্রতিবেশিরা অমিত ভট্টাচার্য্যকে বারবার অবহিত করেছেন। কিন্তু তিনি তাদের কথায় কোন কর্ণাপাত না করায় নিরুপায় হয়ে এলাকবাসী হবিগঞ্জ পৌরসভার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভা দুইবার অমিত ভট্টাচার্য্যকে ভবনটি নিজ দায়িত্বে নকশার বহির্ভুত কাজ ভেঙে অপসারণের নির্দেশ দেন। কিন্তু তিনি ভবন নির্মাণের কাজ অব্যহত রেখেছেন। উক্ত ভবনটি দ্রুত অপসারণ করে প্রতিবেশিসহ এলাকাবাসীর আতঙ্ক দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন।