Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জীবন সংগ্রামে হার না মানা একটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করলেন ইউএনও মাসুদ রানা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জীবন সংগ্রামে হার না মানা অপরাজেয় একটি পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। গতকাল বুধবার (১২ আগষ্ট) সন্ধ্যায় নিজ কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীর হাতে এ সেলাই মেশিনটি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, দৈনিক মানবজমিন ও সিএনএন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, খাদ্য পরিদর্শক শফিকুল ফরহাদ। জানা যায়, সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের তকবাজখানী গ্রামের একটি দরিদ্র পরিবার রয়েছে, কষ্ট করে দিনাতিপাত করেও ওই পরিবারের সদস্যরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, দরিদ্রতা তাদের মেধাকে থামিয়ে রাখতে পারে নি। এই দরিদ্র পরিবারটি যেন কিছু একটা কর্ম করে পরিবারের হাল ধরতে পারে, সেই চিন্তা থেকে সাংবাদিক মখলিছ মিয়ার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা দরিদ্র ওই পরিবারের মেধাবী শিক্ষার্থীর হাতে একটি সেলাই মেশিনটি তুলেদেন। এসময় ইউএনও মাসুদ রানা বলেন, ভবিষ্যতে এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের কে যথা সম্ভব প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। দরিদ্রতার কারনে কোন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেই বিষয়টিও উপজেলা প্রশাসন গুরত্বের সাথে বিবেচনায় রাখবে বলেও তিনি জানান।