Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া নিরাপত্তাহীণতায় ইউপি সদস্য সাফু আলম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

৯ আগস্ট, রোজ রবিবার, ২০২০ইং, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার শেষ পাতায় “নবীগঞ্জে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া নিরাপত্তাহীণতায় ইউপি সদস্য সাফু আলম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও মানহানিকর।
প্রকৃত ঘটনা হল- সাফু আলম তাঁর ফেইসবুক পোস্টে আমি, আমার প্রতিষ্ঠান ও আমার পরিবারের সদস্যদের নিয়ে খারাপ মন্তব্য করায় তাঁর সাথে আমাদের দ্বদ্বের সৃষ্টি হয়। স্থানীয় মুরুব্বিয়ান বিষয়টি শালিসের মাধ্যমে নিষ্পত্তি দেয়ার আশ্বাস নেন। একই সাথে সাফু আলমকে ইনাতগঞ্জ বাজারে না আসার জন্য অনুরোধ করেন মুরুব্বিয়ান। কিন্তু সাফু আলম মুরুব্বিয়ানদের কথা অমান্য করে ৭ আগস্ট, রোজ শুক্রবার, ২০২০ইং তারিখ, বেলা ৪ ঘটিকার সময় (ঘটনার দিন) তাঁর দলবল নিয়ে ইনাতগঞ্জ বাজারে অবস্থান নেয়। হয়তো তাঁর ইচ্ছাইল ছিল কারো না কারো সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার। এ খবর আশপাশের গ্রামের লোকজন বাজারে জড়ো হতে থাকেন। তখন খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন ও স্থানীয় মুরুব্বিয়ানরা সংঘর্ষ এড়াতে সাফু আলমকে তাঁর বাড়ীতে পৌছে দেন। পরবর্তীতে সাফু আলম নিজের ক্ষমতা দেখাতে মুরব্বিয়ানদের সামনে ইনাতগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তফতিবাগ গ্রামের সাজ্জাদুর রহমানকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও খুনের হুমকি দেয়। এর জের ধরে তফতিবাগ গ্রামের লোকজন সাজ্জাদুর রহমানের পক্ষ নিয়ে লাটিসোটা নিয়ে বের হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ও স্থানীয় মুরুব্বিয়ান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কিন্তু প্রকৃত ঘটনাকে আড়াল একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে সংবাদকর্মী ভাইদের ভুল বুঝিয়ে আমাকে জড়িয়ে সংবাদ পরিবশেন করিয়েছে। যার আদৌ কোন সত্যতা নাই। সাফু আলম আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তার অরাজকতায় আশপাশের ৪/৫ গ্রামের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এমন কোন অপকর্ম নেই যা সাফু আলম করতে পারে না। আমাকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশ করায় আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
নোমান হোসাইন
সাধারণ সম্পাদক
ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটি, নবীগঞ্জ।
পিতা ঃ হাজী হালিম উদ্দিন
গ্রাম ঃ লালাপুর, ইনাতগঞ্জ, নবীগঞ্জ।
০১৭৫৮-১৫৬১৫৬