শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

দীর্ঘস্থায়ী খরার আশংকা

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৪১৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় প্রচন্ড গরম অস্বস্তির কারণ হয়ে উঠেছে। দু এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হলেও আগামী দু-চার দিন দেশে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। আবহাওয়া অধিদপ্তরের ডিউটি ফোরকাস্টিং অফিসার জানান, আগামী দু-চার দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সাগরে লঘুচাপ সৃষ্টি হলে অন্যত্র বাতাসের পরিমাণ কমে যায়। বাতাস কমে গেলে আর্র্দ্রতার পরিমাণ কমে যায়। কয়েক দিন ধরে তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস কমে গেছে। ফলে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। দেশের যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, ঈশ্বরদী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, মাইজদী কোর্ট ও ফেনী অঞ্চলে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে তাপপ্রবাহের কারণে গ্রামাঞ্চলে পাটসহ অন্যান্য ফসল মৌসুমী ফলের বাগান শুষ্কতা গ্রাস করেছে। অনাবৃষ্টির কারনে দেশের উত্তরাঞ্চলে লিচুও আমের ফলন এবার হ্রাস পেয়েছে। উত্তরাঞ্চলের পুকুর, খাল বিল ও নদী শুকিয়ে গেছে। আবহাওয়া গবেষকরা বলছেন, এ বছর মধ্য বা দীর্ঘস্থায়ী খরায় পড়তে যাচ্ছে দেশ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরের যে এল-নিনোর প্রভাব শুরু হয়েছে তাতে করে বাংলাদেশে মধ্য বা দীর্ঘস্থায়ী খরার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বৈশাখ মাস থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা জ্যৈষ্ঠ মাসের শেষ অবদি থাকবে। এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে দেশের কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলেও কোন বৃষ্টিই হয়নি। অবস্থা এমন দাঁড়িয়েছে, আবহাওয়ার পুর্বাভাসও কাজে আসছে না। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী বৈশাখ মাসে দেশে প্রায় ৮০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। জ্যৈষ্ঠ্য মাস শুরু হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বৃষ্টিপাতের কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এ মাসেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদফতরের (বিএমডি) পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, এল-নিনোর প্রভাবে এই তাপপ্রবাহ শুরু হয়েছে। এটা আরও বেশ কিছুদিন চলবে। তিনি আরো বলেন, দেশের উত্তর-পশ্চিম দিক থেকে যে বাতাস বয়ে আসে তা মূলত ঠান্ডা হয়। দক্ষিণ থেকে আসে আর্দ্রতা মিশ্রিত বাতাস। কিন্তু এল-নিনোর প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বা দক্ষিণ থেকে আদ্রতা মিশ্রিত বাতাস কোনোটাই আসছে না। হিমালয়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। যে কারণে তাপমাত্রা বেড়ে অসহনীয় হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com