Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে বাল্যবিয়ে পণ্ড বর-কনের বাবাকে জরিমানা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে বাল্যবিয়ের আয়োজনের কারণে বর-কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড়হাটী গ্রামে এ বিয়ের আয়োজন পণ্ড করা হয়। জানা যায়, শুক্রবার উপজেলার বড়হাটী গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে ও সৌলরী এস.টি.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার (১৮) সাথে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ওই গ্রামের সগলু মিয়ার মেয়ে নদী আক্তারের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের বিষয়টি জানতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মতিউর খাঁন। তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদী আক্তারের পিতা সগলু মিয়া (৫০) এবং তারেক মিয়ার পিতা মুর্শেদ মিয়াকে (৪৮) ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, বাল্যবিবাহরোধে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে।