Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলায় শিওর ক্যাশের মাধ্যমে গ্রাকদের কাছে পৌছে যাচ্ছে উপবৃত্তি ও সরকারি অর্থ সহায়তার টাকা

স্টাফ রিপোর্টার ॥ “শেখ হাসিনার দীক্ষা মানসম্মত শিক্ষা রুপালী ব্যাংক শিওর ক্যাশে উপবৃত্তি সারাদেশে“ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও রুপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে হবিগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতি বছরগুলোর ধারাবাহকিতায় এবারও ২০১৯/২০২০ অর্থ বছররে তৃতীয় কিস্তির উপবৃত্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রকল্পরে আওতায় ১ কোটি ৪০ লক্ষ্য অভিভাবক এই সহায়তা পেয়ে থাকেন। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ১ লাখ ৫৭ হাজার ৩শ ৩ জন শিক্ষার্থী মোট ৭ কোটি ৩৭ লক্ষ ১৪ হাজার ৪০০টাকা প্রদান করা হয়েছে। সরজমিনে শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, উপবৃত্তির টাকা শিওর ক্যাশের মাধ্যমে পেয়ে তারা অনেক খুশি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিলিমা আক্তারের মাতা ফাতেহা বেগম বলেন, সন্তানের উপবৃত্তির টাকা শিওর ক্যাশের মাধ্যমে খুব সহজে পেয়েছি। আমি খুবই আনন্দিত। সেই সাথে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, উপবৃত্তির টাকা সরাসরিতার ’শিওর ক্যাশ’ অ্যাকাউন্টে পৌঁছে যায়। এই করোনা ভাইরাসের সময় শিওর ক্যাশের’ এজেন্ট এর কাছ থেকে সহজেই টাকা উত্তোলন করতে পারেন। কোনো বাড়তি খরচ বা হয়রানি ছাড়াই উপবৃত্তি সংগ্রহ করতে পারায় আন্তরিক ধন্যবাদ জানান। অন্যদিকে সরকারি সহায়তা সুবিধাভুগী পারুল আক্তার বলেন, করোনার এই সময়ে রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে নগদ ২ হাজার ৫০০ টাকা পেয়ে খুবই আনন্দিত। খুব সহজে এ টাকা শিওর ক্যাশের মাধ্যমে পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক শিওর ক্যাশের হবিগঞ্জ জেলার টেরিটোরি ম্যানাজার মোঃ জুয়েল বলেন, অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ সহায়তাও উপবৃত্তি টাকা রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে আমরা যথাযথভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করতে পেরেছি। সরকারি সহায়তা এবং উপবৃত্তির টাকা উত্তোলন সম্পুর্ণ ফ্রি। একই সাথে এই জেলার সকল এজন্টে, ডিস্ট্রিবিউটর এবং শিওর ক্যাশ কর্মকর্তাদের এমন একটি উদ্যোগের সাথে থাকার জন্য ধন্যবাদ জানান।