Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে দূর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নৌ- সতর্কীকরণ লিফলেট বিতরণ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় নৌ দূর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রচারণা চালানো হয়েছে। বানিয়াচংয়ের হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় অনিরাপদ যাত্রা বিপদজনক হয়ে উঠেছে। ইতিমধ্যে বানিয়াচংয়ের হাওরে নৌকা ডুবিতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে যা অত্যান্ত মর্মান্তিক। বিশেষ করে হাওরে ধমকা হাওয়া চলাকালে যাতায়াত খুবই বিপদজনক। এ বিষয়ে আরো সতর্ক হয়ে নৌ চলাচলের জন্য বৃহস্পতিবার বিকালের বানিয়াচং সদরসহ বেশ কয়েকটি নৌ ঘাটে বিশেষ নৌ-সতর্কীকরণ লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় তিনি বলেন, জীবনের ঝুকি নিয়ে কখনো নৌ চলাচল করা সঠিক নয়, বিশেষ সতর্কতার সাথে নৌ-যার পরিচালনা করতে হবে। দক্ষ, অভিজ্ঞ লোকের মাধ্যমে নৌ-যান পরিচালনা করলে দূর্ঘটনারোধ করা সম্ভব। তিনি আরো বলেন, সন্ধ্যার পর বড় হাওর পাড়ি দেয়া যথাসম্ভব পরিহার করতে হবে, হাওরে বড় ঢেউ বা ধমকা হাওয়ার আশংকা থাকলে সাথে সাথে নৌ-যান নিরাপদ স্থানে ভিড়িয়ে পরিবেশ শান্ত না হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। মনে রাখতে হবে আপনার একটি জীবনের সাথে আরো অনেক জীবন জড়িয়ে আছে। একটি দূর্ঘটনা সারাজীবনের জন্য শুধু কান্নাই নয়, একটি দূর্ঘটনা একটি পরিবারকে তছনছ করে দেয়, আমাদের একটু সচেতনতাই পারে এসব দূর্ঘটনাগুলো প্রতিরোধ করতে। এসময় বিভিন্ন নৌ-যানের মালিকসহ যাত্রীদের কাছে নিজে লিপলেট পৌছে দেন ইউএনও মাসুদ রানা।